ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ফুটবল

প্রথম ম্যাচ জিততে পেরে খুশি লিটু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, আগস্ট ২১, ২০২৫
প্রথম ম্যাচ জিততে পেরে খুশি লিটু

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের শুরুতে কিছুটা চাপের মুখে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে জয় নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।

দলের হয়ে জোড়া গোল করেছেন আলপি আক্তার, আর একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি।

থিম্পুর চাংলিমিথাংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ভুটান বাংলাদেশের রক্ষণে কিছুটা চাপ তৈরি করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। খেলা শেষে কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, “শুকরিয়া, প্রথম ম্যাচটি ভালোভাবে জিততে পেরেছি। তবে শুরুতে কিছু ভুল হয়েছিল, যেগুলো আমাদের পরের ম্যাচগুলোতে শুধরে নিতে হবে। ”

প্রথম ম্যাচের জয় যে টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি উল্লেখ করে কোচ বলেন, “ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে। আগামী ম্যাচগুলোতে ভুলগুলো কাটিয়ে আরও শক্তিশালীভাবে মাঠে নামব। ”

দলের দুই ফরোয়ার্ড আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতি ম্যাচের সেরা পারফরমার হিসেবে উজ্জ্বল ছিলেন। তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও লিটু মনে করেন, আরও ভালো কিছু তারা করতে পারেন। তার ভাষায়, “আলপি আর প্রীতি দারুণ কিছু সুযোগ তৈরি করেছে, তবে কিছু ভুলও ছিল। আগামী ম্যাচগুলোতে সেই ভুলগুলো কাটিয়ে আরও উন্নত পারফরম্যান্স করবে বলে আশা করি। ”

প্রথম জয় দলকে আত্মবিশ্বাসী করলেও কোচ লিটু মনে করেন, পথ এখনও দীর্ঘ। তিনি জানান, সামনে আরও প্রস্তুতি নিয়ে তারা মাঠে নামবেন এবং দলের সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।