ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেয়েদের কোচ হিসেবে বাটলারকেই ধরে রাখতে চায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
মেয়েদের কোচ হিসেবে বাটলারকেই ধরে রাখতে চায় বাফুফে

টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরে তারা ভাসছে প্রশংসার ভেলায়।

কিন্তু মুদ্রার উল্টো পিঠও রয়েছে। দলকে এমন সাফল্য এনে দেওয়া কোচ পিটার বাটলার বিভিন্ন কারণ দেখিয়ে দায়িত্বে না থাকার ইঙ্গিত দিয়েছেন আগেই। তবে তাকে ধরে রাখতে চায় বাফুফে।

আজ বাফুফে ভবনে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্রার কিরণ। নানা সীমাবদ্ধতার মধ্যেও মেয়েদের এই সাফল্যকে মিরাকল হিসেবে অভিহিত করেছেন তিনি। মেয়েদের সাফজয় নিয়ে কিরণ বলেন, 'আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সাফে যাওয়ার আগে সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে বলেছিলাম মেয়েরা গ্রুপ পর্বে ভালো করবে। এরপর সেমিফাইনালে ভালো করে ফাইনালে যাবে। আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যাওয়া। '

'আমি আগেও বলে এসেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একার পক্ষে কিছু করা সম্ভব না। কারণ আমাদের যে অবকাঠামো নিয়ে সমস্যা রয়েছে। আমাদের নির্দিষ্ট কোনো মাঠ নেই, আপনারা খুব ভালো করে জানেন। আমরা ঠিকমতো অনুশীলন করতে পারি না। খেলব কোথায়? এইসব প্রতিবন্ধকতার মধ্যেও যে মেয়েরা টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে এটা আসলে মিরাকল। '

কিরণ জানান, সাফ চলাকালীন সময়ে দলের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়টি জানেন তিনি। ওই পরিস্থিতিতে খেলোয়াড় বা কোচ কারো কোনো কথা এখন আর মনে রাখতে চান না। তিনি বলেন, 'বাটলার (কোচ) চেয়েছিলেন জুনিয়র কয়েকজন ভালো করছে, তাদের খেলাতে। সিনিয়ররা যেটা পছন্দ করেনি, তারা খেলতে চেয়েছিল। এটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন মেয়েরা যে অভিযোগ করেছে কোচের বিরুদ্ধে, সেটা আমি তখনই সামলে নিয়েছি। আসলে মেয়েদেরটাও কাউন্ট করা (কথাগুলো গুরুত্ব দেওয়া) ঠিক না, কোচেরটাও নয়। '

জাতীয় দলের জন্য বাটলারকেই সেরা কোচ মনে করেন কিরণ। মেয়েদের ফুটবলের উন্নতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি, 'কোচকে আমি বলেছি, আমার সঙ্গে বসে তোমার যে সিদ্ধান্ত সেটা জানাবে। আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা তাকে রাখতে চাই। অনেক ভালো কোচ তিনি। বাংলাদেশে এ যাবৎ যত কোচ এসেছে, তার মধ্যে সে সেরা কোচ। '

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।