ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে যা জটিলতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, আগস্ট ২৪, ২০২৪
বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে যা জটিলতা

বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন হামজা চৌধুরী। কিন্তু লাল-সবুজের জার্সিতে তার খেলা নিয়ে এখনো রয়েছে জটিলতা।

তবে আজ আশার বাণীই শোনালেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।  

সবকিছুই ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই বাংলাদেশের হয়ে খেলতে পারেন হামজা। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার আগেও আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর।

তুষার বলেন, ‘ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেটা আমরা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে পাঠাব। তারাই চুড়ান্ত অনুমোদন দেবে তার খেলার ব্যাপারে। আমরা আশাবাদী। তারিক কাজী, জামাল ভূঁইয়ার থেকে একটু জটিল যদিও তার ব্যপারটা। তবু আমরা আশাবাদী। কারণ এ রকম কিছু উদাহরণ আছে। ’

‘তার মানের একজন খেলোয়াড় আমাদের দলের জন্য বড় পাওয়া হবে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমাদের ফুটবলারদের গাইড করতে পারবে সে তার সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা দিয়ে। ’

এদিকে, (৫ ও ৮) সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ২৬ আগস্ট থেকে তাদের নিয়ে ক্যাম্প শুরু করবেন তিনি।

১৪ সদস্যের স্কোয়াডে আছেন যারা :
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন ও পাপ্পু হোসেন।
রক্ষণ : মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন।
মধ্যমাঠ : মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, দিদারুল আলম, কাজেম শাহ কিরমানি ও জায়েদ আহমেদ।
আক্রমণ : শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।