ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

জামালদের ক্যাম্প শুরু ৬ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, নভেম্বর ৪, ২০২৩
জামালদের ক্যাম্প শুরু ৬ নভেম্বর

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ফুটবল দল। এরপর লেবাননকে নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায় আতিথেয়তা দিবে তারা।

এই ম্যাচকে সামনে রেখে আগামী ৬ নভেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম কমিটির ২৩তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ (কোয়ালিফায়ার্স রাউন্ড-২) এর অ্যাওয়ে ম্যাচ আগামী ১৬ নভেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় এবং হোম ম্যাচ আগামী ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প আগামী ০৬ নভেম্বর হতে অনুষ্ঠিত হবে।  

আগামী ০৭ নভেম্বর বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ রয়েছে। ফলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আগামী ০৯ নভেম্বর টিম ম্যানেজার আমের খানের নিকট রিপোর্ট করবে।

আগামী ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ফুটবল দল।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।