ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিটির জয়রথ চলছেই, হার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
সিটির জয়রথ চলছেই, হার ইউনাইটেডের

আজকের দিনটা ভিন্নভাবে কাটলো ম্যানচেস্টারের দুই ক্লাবের। ব্রাইটনের কাছে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল।  

অন্যদিকে জয়রথ ধরে রেখে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।  শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। নিজেদের মাঠে প্রথমার্ধে দারুণ খেলে ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৩৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ওয়ার্ড-প্রাউস।

বিরতির পর বদলে যায় সিটির খেলার ধরন। তাতে সফলতা আসে প্রথম মিনিটেই। হুলিয়ান আলভারেসের পাস দূরের পোস্ট দিয়ে বল ঠেলে সমতা আনেন জেরমি দোকু। ৭৬ মিনিটে আবারও আলভারেসের অ্যাসিস্ট থেকে গোল পায় সিটি। তার স্কুপ থেকে এগিয়ে দেওয়ার কাজটি করেন বের্নার্দো সিলভা। ৮৬ মিনিটে সিলভার পাসে তৃতীয় গোলটি আসে আরলিং হালান্ডের পা থেকে। এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল সিটি।

ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই নিয়ন্ত্রণ হারায় ইউনাইটেড। গত মৌসুম চমক দেখানো ব্রাইটন এবারও তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে। ম্যাচের ২০ মিনিটে ড্যানি ওয়েলব্যাকের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাসকাল গ্রব। ৭১ মিনিটে আবারও ধাক্কা খায় ইউনাইটেড। এবার তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো। তবে এর দুই মিনিট পরই ইউনাইটেডের হয়ে এক গোল শোধ করেন হানিবাল মেজব্রি।

প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে এটি ইউনাইটেডের তৃতীয় হার। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ১২'তে আছে তারা।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।