ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

নুনেজের জোড়া গোলে হার এড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, আগস্ট ২৭, ২০২৩
নুনেজের জোড়া গোলে হার এড়াল লিভারপুল

পিছিয়ে পড়েও দারউইন নুনেজের জোড়া গোলে  নিউক্যাসেলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।  শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ ব্যবধানে জয় পেয়েছে অল রেডরা।

ম্যাচের ২৫ মিনিটেই গোল হজম করতে হয় লিভারপুলকে। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। ২৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভার্জিল ফন ডাইককে। ম্যাচের সব পরিস্থিতিই যেন যাচ্ছিল লিভারপুলের বিপক্ষে।

তবে বদলি নেমে সব হিসেব বদলে দিলেন নুনেজ। জোড়া গোল করে দলকে জয় এনে দিলেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে গোল করে  সমতায় আনেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন তিনি ।

এর ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলো লিভারপুল।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।