ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, আগস্ট ২২, ২০২৩
‘সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চাই’

ফর্টিস এফসির গোলরক্ষক মিতুল মারমা। ডাক পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে।

দলের মূল একাদশে সুযোগ পেলে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় তার কণ্ঠে।

এএফসি কাপের ম্যাচের জন্য আবাহনী এবং বসুন্ধরার ফুটবলাররা এখনও ক্যাম্পে যোগ দেননি। অন্যদিকে গতকাল থেকেই অনুশীলন শুরু করেছেন বাকি ফুটবলারারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজাও অনুশীলন করেছে তারা।  

আজ দ্বিতীয় দিনের অনুশীলন সেরে জাতীয় দলে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চান বলে জানিয়েছেন মিতুল। তিনি বলেন, ‘আমাদের দলে জিকো ভাই আছেন। তিনি সাফেরও সেরা গোলরক্ষক হয়েছেন। তার প্রতি সকলের আত্মবিশ্বাস আছে। আমিও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করে দেখাতে চাই। ’

আগে থেকেই ক্যাম্প শুরু করা বাড়তি সুবিধা দিবে বলে মনে করেন মিতুল। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই ক্যাম্প শুরু করেছি। দলের সকলের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি সুবিধা দিবে। এছাড়া বাকিরাও খেলার মধ্যেই আছেন। তারাও দলের সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।