ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সাফের ফাইনালে কুয়েতের প্রতিপক্ষ ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, জুলাই ১, ২০২৩
সাফের ফাইনালে কুয়েতের প্রতিপক্ষ ভারত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল কুয়েত। দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত।

নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকায় পেনাল্টি শুটে ৪-২ ব্যবধানে লেবাননকে হারিয়েছে ভারত।

প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য থাকে নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়ে গোল করে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কুয়েত।

পরের ম্যাচে আমন্ত্রিত দল লেবাননকে হারিয়ে ফাইনালে উঠতে বেশ বেগ পেতে হয়েছে  স্বাগতিক ভারতকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দারুণ কিছু গোলের সুযোগ তৈরি করে ভারত। তবে গোলের দেখায় পায়নি কোনও দল। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলকিপার পরিবর্তন করে লোবানন। পেনাল্টি শুটের প্রস্তুতি হিসেবেই এমনটা করেছিলেন লেবানন কোন। তবে তাতে কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত ৪-২ গোলে পেনাল্টি থেকে জয় লাভ করে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।