ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মরিনিয়োকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দিল উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, জুন ২২, ২০২৩
মরিনিয়োকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দিল উয়েফা

ইউরোপা লিগের ফাইনালে হারার পর রেফার অ্যান্থনি টেইলরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও তাকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করে শাস্তি পেয়েছেন রোমার কোচ হোসে মরিনিয়ো। চার ম্যাচ টাচলাইনে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

মে মাসের ৩১ তারিখে বুদাপেস্টে বসেছিল ইউরোপা লিগের ফাইনাল। ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় মিলিয়ে সেভিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে রোমা। ম্যাচটি টাইব্রেকারে গড়ালে হেরে বসে ইতালিয়ান ক্লাবটি। পুরো ম্যাচ জুড়ে মোট ১৪টি হলুদ কার্ড দেখান দায়িত্বে থাকা রেফারি টেইলর। যে কারণে খেপেছিলেন মরিনিয়ো।  

ম্যাচ শেষে নিজের ক্ষোভ সামলাতে পারেননি ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনিয়ো। পুসকাস অ্যারেনার বাইরে ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন তিনি। তাছাড়া সংবাদ সম্মেলনেও নিজের রাগ প্রকাশ করেন এই কোচ। একইসঙ্গে টেইলরের সমালোচনাও করেন তিনি। এই ঘটনার কারণেই অভিযুক্ত করা হয় তাকে। বুধবার তার শাস্তির কথা জানায় উয়েফা।  

শুধু মরিনিও নন, শাস্তি পেয়েছে তার ক্লাব রোমাও। সমর্থকদের আচরণের জন্য উয়েফা ক্লাবটিকে শাস্তি দিয়েছে। আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় রোমা বিক্রি করতে পারবে না এক ম্যাচের টিকিট। পাশাপাশি তাদের গুণতে হচ্ছে ৫৫ হাজার ইউরো জরিমানা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।