ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

‘ভালো খেলে ড্র, নাকি খারাপ খেলে জয় ভালো?’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
‘ভালো খেলে ড্র, নাকি খারাপ খেলে জয় ভালো?’

সিলেট থেকে: সিশেলসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ কঠিন প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে চান বলে জানিয়েছেন তিনি।

 

দ্বিপাক্ষিক সিরিজের আগে সৌদি আরবে ১০ দিনর জন্য কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেখানে দুটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছিল তারা। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে আসলো সেই প্রসঙ্গ। জানতে চাওয়া হলো মালাউইর বিপক্ষে ড্র করলেও দারুণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ। তবে সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও উপভোগ্য খেলা উপহার দিতে পারেনি কেন?

এই বিষয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘সৌদি আরবে মালাউইর বিপক্ষে যেমনটা খেলেছি তেমনটা খেলতে পারিনি সিশেলসের বিপক্ষে। তবে আমরা জয় নিয়ে মাঠ ছেড়েছি। ভালো খেলে ড্র করা ভালো নাকি খারাপ খেলে জয় পাওয়া ভালো? আমরা জয়ের জন্য খেলবো। ভালো খেলা উপহার দেয়ার চেষ্টা করবো। দিন শেষে সকলে ফলাফলটাই মনে রাখে। ’

দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে কঠিন প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জামাল। তিনি বলেন, ‘আমরা গত ৪৮ ঘন্টা রিকভারি করেছে। কাল আমরা ফাইনাল খেলতে নামব। কালকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই। এজন্য আমরা কঠিন পরিশ্রম করছি। ’

লড়াইটা সহজ হবে বলে জানিয়েছেন জামাল। তবে কঠিন চ্যালেঞ্জের জন্য তারা প্রস্তুত, ‘সামনের ম্যাচটা আরও চ্যালেঞ্জিং হবে। তারা জিততে চায়। তারা আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমাদেরকে নিজেদের সেরাটা দিয়ে লড়তে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।