ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এল প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এল প্রিমিয়ার লিগ

ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে তুরস্ক ও সিরিয়া। স্মরণকালের সবচেয়ে এই শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

এমতাবস্থায় তাদের সাহায্য করতে এগিয়ে এসিছে ইংলিশ প্রিমিয়ার লিগ।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শোক প্রকাশ করে প্রিমিয়ার লিগ। একইসঙ্গে ভূমিকম্পে ক্ষতি হওয়া মানুষদের জন্য ১০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৬২ হাজার টাকা) অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এছাড়া প্রিমিয়ার লিগের এই সপ্তাহের ম্যাচগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

গত সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। প্রিমিয়ার লিগের আগে তাদের সাহায্য করতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।