ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন বৈশাখী

সিনিয়র করেসপেন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জানুয়ারি ২৫, ২০২৩
কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন বৈশাখী

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হয়েছে বৈশাখী টিভি এবং রানার্সআপ চ্যানেল আই।  

আজ (২৫ জানুয়ারি) বুধবার ফাইনালের লড়াইয়ে মাঠে নামে বৈশাখী টিভি ও চ্যানেল আই।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বৈশাখী টিভি টাইব্রেকারে (৪-২ গোলে) চ্যানেল আই’কে হারিয়ে প্রথমবারের মত শিরোপা নিজেদের করে নেয়। চ্যাম্পিয়ন দল বৈশাখী প্রাইজমানি ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল চ্যানেল আই ১৫ হাজার টাকা পুরস্কার জিতে নেয়। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন বৈশাখীর রাকিব।  

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানী স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মাকেটিং ড.জেসমিন জামান। আরো উপস্থিত বাংলাদেশ স্পোর্টস জানালিস্টস এসোসিয়েশনের সভাপতি এটি এম সাঈদুজ্জামান, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহব্বায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব রবিউল ইসলাম ও যুগ্ম সম্পাদক এস এম সুমন, স্কয়ার টয়লেট্রিজ লি. এর সিনিয়র এক্সকিউটিভ মাকেটিং মনির হোসেন।  

এদিকে সকালে দিনের প্রথম সেমিফাইনালে চ্যানেল আই ১-০ গোলের ব্যবধানে ডিবিসিকে পরাজিত করে ফাইনালে উঠে যায়। ম্যাচ সেরা হয়েছেন আবদুল্লাহ আল নওফেল। অন্য সেমিফাইনালে বৈশাখী টিভি ৩-০ গোলের বড় ব্যবধানে কালবেলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন শাহ আলম।  

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জানালিস্টস এসোসিয়েশনের সিনিয়র সদস্য কাশিনাথ বসাক, আরিফুর রহমান বাবু, মাকসুদা লিসা ও অন্যান্যরা।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।