ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ধারে আতলেতিকো থেকে চেলসিতে ফেলিক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জানুয়ারি ১০, ২০২৩
ধারে আতলেতিকো থেকে চেলসিতে ফেলিক্স

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিলো আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স ধারে যোগ দিতে যাচ্ছেন ইংলিশ ক্লাব চেলসিতে। এবার সেটিই সত্য হলো।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।  

১১ মিলিয়ন ইউরোতে ব্লুজদের দলে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ফেলিক্স। ২০২৩ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। এই ছয় মাস তার সম্পূর্ণ বেতন চেলসিই বহন করবে। এর আগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ফেলিক্স।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে লন্ডনে উড়াল দেবেন ফেলিক্স। সেখানেই তার মেডিক্যাল সম্পন্ন করা হবে এবং অফিসিয়াল চুক্তি করা হবে।  

ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই চেলসি। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে হারা ক্লাবটি ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে। অপরদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে এফ এ কাপ থেকে বিদায় নেয় তারা।   

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।