ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজিতে ফিরলেন নেইমার 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
পিএসজিতে ফিরলেন নেইমার 

বিশ্বকাপ শেষে খুব একটা বিশ্রামে থাকার সুযোগ নেই ফুটবলারদের। কেননা আজ থেকেই শুরু হচ্ছে ক্লাব ফুটবলার ব্যস্ততা।

তাই ফাইনালের হার ভুলেও পিএসজিতে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফিরেছেন নেইমারও। যদিও আজ তাদের কারোরই কোনো খেলা নেই।

১৮ ডিসেম্বর বিশ্বকাপ শেষ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপ আরও আগেই শেষ হয়েছে। কেননা ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)-১(২) গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। সেই হতাশা কাটিয়ে উঠার জন্য কিছুদিন ছুটি কাটান নেইমার। তারপর ফিরেন পিএসজিতে। তার সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিওস।

আগামী ২৮ ডিসেম্বর রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবে পিএসজি। তবে সেই ম্যাচে নেইমার-এমবাপ্পে খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে লিওনেল মেসি কবে ফিরবেন সেটাও অনিশ্চিত।

বিশ্বকাপ ফাইনালে খেলা খেলোয়াড়দের কয়েকদিনের ছুটি দিয়েছে পিএসজি। এর মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিও আছেন। মেসি এখন নিজ দেশে জাতীয় উৎসবের মধ্যমণি। আপাতত স্বপ্ন পূরণের এই আনন্দ পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। তিনি ফিরলেই পূর্ণতা পাবে পিএসজি।

এদিকে, আজ দিবাগত রাত ২টায় কারাবাও কাপে লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।