ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

‘আর্জেন্টিনা প্রতারণা করে বিশ্বকাপ জিতেছে’- দাবি মেক্সিকান সাংবাদিকের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
‘আর্জেন্টিনা প্রতারণা করে বিশ্বকাপ জিতেছে’- দাবি মেক্সিকান সাংবাদিকের

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই দেশটিতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

মেসি-মার্তিনেসদের বীরত্বগাঁথা দুনিয়াজুড়েই এখন সবচেয়ে চর্চিত বিষয়।  

কিন্তু একদিকে আর্জেন্টিনা যখন আনন্দের জোয়ারে ভাসছে, তখন অদ্ভুত এক অভিযোগ তুললেন মেক্সিকান ক্রীড়া বিশ্লেষক আলভারো মোরালেস। 'ইএসপিন'-এর এর প্রখ্যাত এই সাংবাদিকের দাবি, বিশ্বকাপে বিশেষ একধরনের মাদক গ্রহণ করে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন দলের বিরুদ্ধে মোরালেস প্রতারণার অভিযোগ তুলেছেন।  

মোরালেস অবশ্য আগে থেকেই আর্জেন্টিনা-বিরোধী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি লিওনেল মেসিকে নিয়েও কটাক্ষ করেছেন। এবার তিনি আর্জেন্টিনা, দিয়েগো ম্যারাডোনা এবং মেসির সমালোচনায় মুখর হলেন তিনি।  

'ইএসপিএন'- এর অনুষ্ঠান 'ফুতবল পিকান্তে'-তে তিনি বলেন, 'আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে খুবই লজ্জাজনক ও বিতর্কিত উপায়ে। ১৯৭৮-এ পেরুর হয়ে খেলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এবং সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ১৯৮৬ বিশ্বকাপে তারা ম্যারাডোনার মতো মাদকসেবীকে দিয়ে হাত দিয়ে গোল করিয়েছে। '

প্রথম দুই বিশ্বকাপের সমালোচনা শেষে মেসির দিকে আঙুল তোলেন মোরালেস। তার দাবি, মেসির বিশ্বকাপ জেতা বড় কিছু নয়। বরং তিনি আবারও মেসিকে 'ব্যর্থ খেলোয়াড়' হিসেবে অভিহিত করলেন। মোরালেস বলেন, 'মেসি তার প্রথম এবং একমাত্র বিশ্বকাপটি জিতেছে, যা তার ক্যারিয়ারে বড় ব্যর্থতা; কারণ তিন বিশ্বকাপ নিয়ে পেলে তার দিকে তাকিয়ে হাসছেন'

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে পেনাল্টি 'উপহার' দেওয়ার অভিযোগ ছিল অনেকের। তাদের সঙ্গে সুর মিলিয়ে মোরালেস বলেন, 'আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেওয়ায় আমি রেফারিদের অভিনন্দন জানাই, যা (পেনাল্টি) দেওয়া উচিত হয়নি। বিশেষ করে ফাইনালেরটা একেবারেই অদ্ভুত। তারা আসলে মেসিকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছে। '

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।