ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, ডিসেম্বর ১৯, ২০২২
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপ

চার দলের অংশ গ্রহনে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আয়োজিত হতে চলেছে সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ গ্রহন করবে ভারত, নেপাল এবং ভুটান।

 

ফেব্রুয়ারির ৩ তারিখে মাঠে গড়াবে অ-২০ নারী চ্যাম্পিয়নশিপ। ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে। প্রথমদিনে ভারতের বিপক্ষে মাঠে নামবে ভুটান। বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। পয়েন্টের ভিত্তিতে ফাইনালিস্ট নির্ধারিত হবে। আসরের সবগুলো ম্যাচই আয়েজিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।