ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

ব্রাহ্মণবাড়িয়ায় জাদুঘর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় জাদুঘর উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: নানা ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাদুঘর উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের দক্ষিণ মৌড়াইলে জেলা প্রশাসন প্রতিষ্ঠিত জাদুঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এ জাদুঘরটি প্রতিষ্ঠার ফলে জেলার মানুষ তাদের নানান ইতিহাস-ঐতিহ্য সম্বলিত নিদর্শনের সঙ্গে পরিচিত হতে পারবেন। ধীরে ধীরে বিভিন্ন নির্দশন জাদুঘরটিতে সংরক্ষণ করা হবে।  

আলোচনা শেষে অতিথিরা জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।