ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

কেমন যাবে আপনার দিন

 ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, সেপ্টেম্বর ১০, ২০২৫
কেমন যাবে আপনার দিন

নতুন সুযোগ আর চ্যালেঞ্জে ভরা একটি দিন হয়তো অপেক্ষা করছে আপনার জন্য। গ্রহ-নক্ষত্রের প্রভাবে আজ আপনার জীবনে আসতে পারে ভিন্ন অভিজ্ঞতা।

চলুন জেনে নেই, কী বলছে আজকের (১০ সেপ্টেম্বর) রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূরণ হতে পারে। বিবাহযোগ্যদের জন্য বেজে উঠবে বিয়ের সানাই। জীবনসাথী ও শ্বশুরবাড়ি থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্যসংক্রান্ত দুশ্চিন্তা কেটে যাবে। প্রেম, রোমান্স, বিনোদন ও বন্ধুত্ব শুভ। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কোনো কাজের শুরু ভালো হলেও শেষটা আশানুরূপ নাও হতে পারে। দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। অর্থের ব্যাপারে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। শ্রমিক, কর্মচারী ও আশ্রিত ব্যক্তিদের প্রতি নজর রাখুন।

মিথুন [২১ মে-২০ জুন]

স্বদেশ বা বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা মিলবে। কর্মক্ষেত্র ও ব্যবসায় বাড়তি দায়িত্ব আসবে। সন্তানদের পড়াশোনা ও স্বাস্থ্যের দুশ্চিন্তা কেটে যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি আনন্দময় হতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

অংশীদারি ব্যবসায় সাফল্য আসবে, তবে বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ মিটতে পারে। প্রেমিক-প্রেমিকার মনে অভিমান জন্ম নিতে পারে। আশ্রিতদের আচরণে বিরক্ত হতে পারেন। মাতৃসুলভ কারও সহযোগিতা পাবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ভাইবোনদের সহযোগিতা মিলবে। বিবাহযোগ্যদের জন্য বিয়ের আলোচনা পাকাপাকি হতে পারে। ধৈর্য, সাহস ও মনোবল বাড়বে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সুনাম ও পদোন্নতির সুযোগ আসবে। প্রেমজীবনে সুখবর আসতে পারে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

নিত্যনতুন সুযোগ আসবে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব কেটে যাবে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। মামলা-মোকদ্দমা মীমাংসার পথে যাবে। শিক্ষার্থীরা ভালো খবর পাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহে নতুন আসবাব বা অলঙ্কার আসতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি মিলতে পারে। দুর্যোগ কেটে গিয়ে সুদিন আসবে। অযথা অন্যের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। তবে প্রেম, রোমান্স ও বন্ধুত্ব শুভ থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। দূর থেকে আসা সংবাদ গোটা পরিবারকে দুঃখ দিতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে যেতে পারে। আত্মীয় বেশে শত্রুরা ক্ষতি করতে পারে। প্রেমিক-প্রেমিকারা সতর্ক থাকুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

হাতে থাকা কাজ সহজেই শেষ হবে। ভাঙা সম্পর্ক জোড়া লাগবে। ঋণমুক্তির পথ খুলবে। ব্যবসায় মজুতমালের দাম বাড়তে পারে। বিদেশ থেকে লাভ আসবে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

বেকারদের জন্য শুভ দিন। গৃহবাড়ি বা যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো হবে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ ভ্রমণ বা প্রত্যাবর্তনের সুযোগ আসবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

নতুন স্বপ্ন পূর্ণ হবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের আলো জ্বলবে। মন ধর্ম, সঙ্গীত ও শিল্পের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের পড়াশোনা ও স্বাস্থ্যজনিত দুশ্চিন্তা দূর হবে। প্রেম, রোমান্স ও ভ্রমণে আনন্দ পাবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বিপদ ডেকে আনতে পারে। বিপদের সময়ে কাছের মানুষদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ-দুর্নীতি থেকে দূরে থাকুন। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দেবে। দুর্যোগের কালো মেঘ ঘিরে ধরতে পারে। দীর্ঘ ভ্রমণে নিজে গাড়ি না চালানো শ্রেয়।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।