ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

রাজকীয় কাক-পক্ষীদের জলকেলি

ইসমাইল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
রাজকীয় কাক-পক্ষীদের জলকেলি

ঢাকা: রৌদ্রোজ্জ্বল বিকেল। বঙ্গভবনের প্রধান ফটকের সামনের ফাঁকা জায়গাটির পরেই একটি ফোয়ারা। সেই ফোয়ারায় দলবেঁধে কিছু কাক-পক্ষীর ওড়াউড়ি। মাঝেমধ্যেই ফোয়ারার পানিতে নেমে ডানা ঝাপটে যেন গোসল সেরে নিচ্ছিল কাকগুলো।

বঙ্গভবনের ভেতরে সোমবার (৭ জানুয়ারি) বিকেলে চলছিল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বঙ্গভবনের সামনে মিডিয়াকর্মীসহ হাজারো উৎসুক মানুষের ভিড়।

 

ওদিকে অনুষ্ঠান আর এদিকে অলস সময়ে ফোয়ারার দিকে নজর যাচ্ছে উৎসুক মানুষের। কিছু কাক ওড়াউড়ি করছে, আর কিছু পানিতে ডানা মেলে যেন খেলায় মগ্ন! পৌষের বিকেলে কিছুটা শীতল আবহাওয়া থাকলেও ফোয়ারার স্বচ্ছ পানিতে কাকেদের জলকেলি যেন দৃষ্টি কাড়ছিল সবার।

কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলেননি। মোবাইল ফোন, ফটোসাংবাদিকদের ক্যামেরা কিংবা টেলিভিশন ক্যামেরা দিয়েও এ দৃশ্য বন্দি করছেন অনেকেই।

বঙ্গভবন ও আশেপাশের এলাকায় বিশাল বিশাল বৃক্ষগুলোতে এ কাক-পক্ষীদের নিরাপদ আবাস। শুধু কাক নয়, বিভিন্ন প্রজাতির পাখিও মিলবে এলাকায়।

তুলনামূলক জনসমাগম কম থাকায় প্রতিদিনই এই ফোয়ারাতে কাকদের আনাগোনা থাকে।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।