ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

ফিচার

বলুন তো এটি কোন প্রাণীর ছবি..

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
বলুন তো এটি কোন প্রাণীর ছবি..

ঢাকা: চট করে বলুন তো এটি কোন প্রাণীর ছবি? সবারই অবশ্য বলতে পারার কথা। কারণ এ ধরনের প্রাণী আমাদের আশেপাশেই বসবাস করে।

বিশেষ করে গ্রামে শীতের রাতে `হুক্কা-হুয়া' সুরে ডাকে।

প্রাণীটি খুব চালাক ও ধূর্ত। সুযোগ পেলেই মুরগি ও ছাগলের বাচ্চা ধরে খায়। তাই গ্রামের অনেকের কাছেই প্রাণীটি মানুষের শক্র হিসেবে পরিচিত। প্রাণীটির চালাকির কারণে অনেকেই তাকে বলে ‘শেয়াল পণ্ডিত’। তার চালাকির বিষয়ে গল্পও প্রচলিত আছে- ‘যে বনে বাঘ নাই, সে বনে শেয়ালই রাজ‍া। ’

তো, ইতোমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন ছবিটি আসলে শেয়ালের। তবে এটি বাঙালি বা বাংলাদেশি কোনো শেয়াল নয়। ইউরোপের দেশ রোমানিয়ার একটি বনের শেয়াল। এটি ‘রেড ফক্স বা লাল শিয়াল’ হিসেবে পরিচিত। এ শেয়াল ভীষণ বুদ্ধিদীপ্ত, চৌকস ও বন্ধু বৎসল। মানবসমাজের সঙ্গে সহ‍াবস্থানে থেকেই তাদের জন্ম, বেড়ে উঠা, বংশ বিস্তার অতঃপর মৃত্যু।

রোববার (১৮ সেপ্টেম্বর) ন্যাশনাল জিওয়োগ্রাফিক’র ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করা হয়েছে। আর সেই ছবিটি বাংলানিউজের পাঠকের জন্য তুলে ধরা হলো। আলোকচিত্র বিষয়ক ফেসবুক ফ্যানপেজ ‘মিহাই গাগু’ থেকে ছবিটি নিয়েছে জিওয়োগ্রাফিক।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।