ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

শহীদুল্লাহ কায়সার ও মুনীর চৌধুরী শহীদ হন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শহীদুল্লাহ কায়সার ও মুনীর চৌধুরী শহীদ হন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার। ৩০ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ৫৫৭ – কনস্টান্টিনোপল ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
•    ১৯৪৬ - নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটগ্রহণ।
•    ১৯৫৫ - আলবেনিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া, কম্বোডিয়া, সিংহল, ফিনল্যান্ড, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, জর্ডান, লাওস, লিবিয়া, নেপাল, পর্তুগাল, রোমানিয়া ও স্পেন জাতিসংঘে যোগ দেয়।

জন্ম
•    ১৯৫৪ - বাংলাদেশি জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট ও ছত্রাক জিনোম উদ্ভাবক মাকসুদুল আলম।

মৃত্যু
•    ১৯৭১ - বাংলাদেশি লেখক ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার।
•    ১৯৭১ - বাংলাদেশি ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।