ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রথম নোবেল পুরস্কার, সুরকার সমর দাসের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
প্রথম নোবেল পুরস্কার, সুরকার সমর দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার। ২৬ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮১৭ - মিসিসিপি ২০তম অঙ্গরাজ্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
•    ১৮৯৮ - স্পেন থেকে কিউবার স্বাধীনতা লাভ।
•    ১৯০১ - প্রথমবারের মতো নোবেল পুরস্কার দেওয়া হয়।
•    ১৯৪৮ - জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত।

জন্ম
•    ১৮৮৮ - ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ যোদ্ধা প্রফুল্ল চাকী।
•    ১৯২৯ - বিখ্যাত বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস।

মৃত্যু
•    ২০১২ - বাংলাদেশের ১৩তম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।