ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

বর-কনের দৌড় প্রতিযোগিতা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বর-কনের দৌড় প্রতিযোগিতা! ছবি: সংগৃহীত

ঢাকা: বিয়ের দিন রাজপথে নেমে এসেছে বর। সঙ্গে বধূবেশে কনেও।

হাত ধরে দৌড়াচ্ছেন তারা। তবে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার জন্য এ দৌড় নয়, এটা একটি প্রতিযোগিতা।

একজন দু’জন নয়, গত শনিবার (২৮ নভেম্বর) ব্যাংককের রাজপথে কেডস পায়ে এভাবে দৌড় প্রতিযোগিতায় নামেন একশো বর-কনে।


‘রানিং অব দ্য ব্রাইডস-৪’ নামের প্রতিযোগিতায় নব-দম্পতিরা জুটি বেঁধে ও এককভাবে এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।

এক লাখেরও বেশি থাই বাথ মূল্যের চলতি বছরের ওয়েডিং ও হানিমুন প্যাকেজ জিতে নিতে থাই নব-দম্পতিরা বার্ষিক এ প্রতিযোগিতায় অংশ নেন।


৩৯ হাজার তিনশো মার্কিন ডলার সমমূল্যের এ প্যাকেজটির বাংলাদেশি টাকায় ৩০ লাখ ৪০ হাজার প্রায়।  

রেসের সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও টাস্ক অতিক্রম করেন প্রতিযোগিরা। তবে এসব চ্যালেঞ্জ ও টাস্ক সম্পর্কে কেউই আগে থেকে কোনো আভাস পাননি।


আর এটাই ছিলো প্রতিযোগিতার মূল চমক!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।