ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, লিয়াকত আলী খাঁ’র জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, লিয়াকত আলী খাঁ’র জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার। ১৬ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৮০ - বাংলার গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
•    ১৭৯১ - ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন হয়।
•    ১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
•    ১৭৯৫ - ফ্রান্স বেলজিয়াম দখল করে।
•    ১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।

জন্ম
•    ১৮৬১ - চিকিৎসক স্যার নীলরতন সরকার।
•    ১৮৯৫ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।

মৃত্যু
•    ১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
•    ১৯৯০ - আয়ারল্যান্ডের পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেল।
•    ২০১৩ - মার্কিন লেখক টম ক্ল্যানসি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫।
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।