ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বছরের শেষ সূর্য

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, ডিসেম্বর ৩১, ২০১৪
বছরের শেষ সূর্য ছবি: শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বৎসর বৎসর চলে গেল/দিবসের শেষ সূর্য/ শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিম সাগর তীরে/নিস্তব্ধ সন্ধ্যায়-/ কে তুমি?/ পেল না উত্তর’। বছর শেষে কবি রবীন্দ্রনাথের মতো হয়তো অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।



বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেককিছু। খেঁজুর রসের ভাড়ে মুখ ডোবানো ফিঙে পাখিটিও যেন ভাবুক বনে যায়। হিসাব মেলায় বছরের খেরো খাতা ঘেঁটে।



শালিকও বাদ যায় না। রসের ভাড়ে সেও খোঁজে আনন্দ।


হাট থেকে ফেরা দিনমজুর রফিকও মেঠোপথে হেঁটে যেতে যেতে মেলান দিনান্তের হিসাব।


গোধূলিলগ্নে গ্রাম মাটির গন্ধ, রসের মন মাতানো সৌরভ বিদায় জানায় পুরনো বছরকে।


সামনে সবার নতুন বছরের আলোর নাচন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।