ঢাকা: ‘বৎসর বৎসর চলে গেল/দিবসের শেষ সূর্য/ শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিম সাগর তীরে/নিস্তব্ধ সন্ধ্যায়-/ কে তুমি?/ পেল না উত্তর’। বছর শেষে কবি রবীন্দ্রনাথের মতো হয়তো অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।
বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেককিছু। খেঁজুর রসের ভাড়ে মুখ ডোবানো ফিঙে পাখিটিও যেন ভাবুক বনে যায়। হিসাব মেলায় বছরের খেরো খাতা ঘেঁটে।
শালিকও বাদ যায় না। রসের ভাড়ে সেও খোঁজে আনন্দ।
হাট থেকে ফেরা দিনমজুর রফিকও মেঠোপথে হেঁটে যেতে যেতে মেলান দিনান্তের হিসাব।
গোধূলিলগ্নে গ্রাম মাটির গন্ধ, রসের মন মাতানো সৌরভ বিদায় জানায় পুরনো বছরকে।
সামনে সবার নতুন বছরের আলোর নাচন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪