ঢাকা: জার্মানির পুলিশ হন্যে হয়ে খুঁজছে চুরি হয়ে যাওয়া একটি কবুতর। বিশেষ প্রজাতির ওই কবুতরটির দাম ১ লাখ ৮৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় যা প্রায় দেড় কোটি টাকা।
জার্মানির ডাসেলডর্ফ পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশেষ প্রজাতির ওই কবুতরটি ডাসেলডর্ফ শহরতলীর তালাবদ্ধ পক্ষিশালা থেকে চুরি হয়।
ধূসর রঙ্গের মূল্যবান ওই কবুতরটি যে বা যারা চুরি করেছেন নিঃসন্দেহে তারা সমঝদার ব্যক্তি। কেননা ওই কবুতরটিই ছিলো পোষা কবুতর প্রজাতির মধ্যে সবচেয়ে মূল্যবান কবুতর।
পুলিশ সূত্র আরও জানায়, কবুতরটির সন্ধান দিতে পারলে ১২ হাজার ২শ’ ৫০ ডলার পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন কবুতরটির মালিক।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪