ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

মাতাল ব্রিজ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
মাতাল ব্রিজ!

ঢাকা: ব্রিজটির বাঁক সত্যিই আপনাকে ‘মাতাল’ করবে। সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রোপকূলের নীল-রঙিন জলের ছিটার সম্মোহনতো রয়েছেই।


bridge_01bridge_01
বলছি নরওয়ের আটলান্টিক ওশান রোডের কথা। মূলত ব্রিজটির বাঁকের জন্য স্থানীয়ভাবে এটি ‘দ্য ড্রাঙ্ক ব্রিজ’ বা ‘মাতাল সেতু’ নামে পরিচিত।
bridge_02
শান্ত আবহাওয়ার মধ্য দিয়ে এ ব্রিজে চড়ে গাড়ি চালিয়ে গেলে পাবেন প্রশান্তির নিঃশ্বাস। তবে খারাপ আবহাওয়া আপনাকে কিছুটা ভোগালেও পাবেন আনন্দ।
bridge_03
বিশেষত সমুদ্রোপকূলের নীলাভ পানি যখন তীরে আছড়ে পড়বে, তখন এর ছিটেফোঁটা ক্লান্তি দূর করে দেবে প্রশান্তি।
bridge_04bridge_04
পড়ন্ত বিকেলে কিংবা গোধূলি বেলায় ওশান রোড রীতিমত মোহে ফেলে দেবে আপনাকে। অবর্ণনীয় সৌন্দর্যের প্রতীক ব্রিজটি ভরা যৌবন (২৫ বছর) পার করছে।
bridge_05
ব্রিজটি নির্মাণে লেগেছে ছয় বছর সময়। আর নির্মাণকাজে শ্রমিকদের লড়াই করতে হয়েছে ১২টি ঝড়ের সঙ্গে।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, নভেম্বরব ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।