ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

কিংবদন্তির মেলবন্ধন-১

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
কিংবদন্তির মেলবন্ধন-১

ঢাকা: মহাত্মা গান্ধী মারা যান ১৯৪৮ সালে। আবার মহাত্মা গান্ধী ১৯৮২ সালে ফিরে আসেন! চোখ মাথায় তোলার দরকার নেই, আসলে তার আত্মজৈবনিক চলচ্চিত্র ‘গান্ধী’ তে।

ছবিতে তার চরিত্রে অভিনয় করেন বেন কিংসলে।

দু’জনই দুই জগতের কিংবদন্তি। একজন বাস্তবে, অন্যজন বড় পর্দায়। কিন্তু দু’জনেই এক হয়ে ফিরে এসেছেন সিনেমায়। একদম অবিকল গান্ধীর মতো দেখতে, বেন যেন তারই জমজ ভাই!

শুধু গান্ধীই নন, জগদ্বিখ্যাত সব কিংবদন্তিরা সিনেমার পর্দায় ফিরে এসেছেন। তাদের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত সব তারকারা। তারা চরিত্রের সাথে এতটাই মিশে গেছেন যে, প্রত্যেকেই যেন জমজ ভাই।  

কথা না বাড়িয়ে বরং দেখে নেওয়া যাক তালিকায় আর কে কে আছেন। এবারের পর্বে থাকছে পাশাপাশি ১০ কিংবদন্তির কার্বন কপি!


‘রে’ ছবিতে বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব রে চার্লসের ভূমিকায় জেমি ফক্স।


আব্রাহাম লিংকনের ভূমিকায় ‘লিংকন’ ছবিতে ড্যানিয়েল ডে লুইস।


রঙিন চার্লি! ‘চ্যাপলিন’ ছবিতে রবার্ট ডাউনি জুনিয়র চার্লি চ্যাপলিনের ভূমিকায়।


‘ডোর’ ছবিতে বিখ্যাত সঙ্গীত শিল্পী জিম মরিসনের ভূমিকায় ভ্যাল কিলমার।


মহাত্মা গান্ধীর ভূমিকায় বেন কিংসলে।


‘ডাউনফল’-এ হিটলারের চরিত্রে ব্রুনো গাঞ্জ।


‘ইনভিকটাস’ ছবিতে নেলসন ম্যান্ডেলার ভূমিকায় মরগান ফ্রিম্যান।


‘জিমি: অল ইজ বাই মাই সাইড’ ছবিতে বিখ্যাত সঙ্গীত শিল্পী জিমি হেনড্রিক্সের ভূমিকায় আন্দ্রে।


‘জবস’ ছবিতে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ভূমিকায় ‍অ্যাশটন কুচার।


‘ম্যালকম এক্স’ ছবিতে বিখ্যাত মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ ম্যালকম এক্স’র ভূমিকায় ডেনজেল ওয়াশিংটন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।