ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

শাপলা- ধানমন্ডি লেক থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন বিলকিস বেগম।

ভ্রমর নয়, ফুলের মধুর নিতে হাজির ফড়িং। উত্তরা থেকে ছবিটি তুলেছেন সুজন।

রঙধনুর রঙের ছটার এ ছবি ক্যামেরায় ধারণ করেছেন শৈলী সামন্তী।

নীলাকাশ ও ‍পাহাড়ের বুকে একাকী বৃক্ষ। সিলেটের জৈন্তাপুর থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন লিভাষ পোদ্দার।

রাঙ্গামাটির বরকল উপজেলা। কাপ্তাইলেক থেকে ছবিটি তুলেছেন সাইমুম লিটু।

মাঝি তার নিজের নৌকাটিকে প্রস্তুত করছেন। রূপগঞ্জের শীতলক্ষ্মা পাড় থেকে ছবিটি তুলেছেন সিদ্দিক আবু বকর।

সুন্দরবন জলাঅঞ্চলের এ দৃশ্যটি ধারণ করেছেন ‍সাতক্ষীরার আহসানুর রহমান রাজীব।

মাকড়শার জাল। নিখুঁত বুননশিল্পী ‍মাকড়শাল জালের ছবিটি টাঙ্গাইল থেকে ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন মীর মুজাহেদিন ইসলাম সজীব।

মীর মোশাররফ হোসেন সেতু ও রেল সেতু। গড়াই নদীর উপর ব্রিজ দুটির ছবি তুলেছেন কুষ্টিয়ার মো. ফয়সাল।

একটি পুরাতন গাছের গুঁড়ি; যেন বৃদ্ধ বয়সের অসারতার প্রতিচ্ছবি। রংপুর চিড়িয়াখানা থেকে ছবিটি ধারণ করেছেন রাব্বি সুপ্ত।

দুরন্তপনা, ধানমন্ডি লেক থেকে ছবিটি তুলেছেন আবুল কাশেম দিপু।

ধান বোঝাই মহিষের গাড়ি। গ্রামবাংলার চিরায়ত এ দৃশ্য ধারণ করেছেন কাতার প্রবাসী হাসান মাহমুদ রাহেল।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।