ঢাকা: শুধু কি মানুষই সিএনজি চালিত অটো রিকশায় চড়বে! গরু-বাছুরদেরও তো ইচ্ছা হতে পারে অটোরিকশা চড়ার। কোনো বিশেষ দিনে সেজেগুজে বের হবে তারা।
বুঝতে পারছি, একটু বেশিই হয়ে গেল। এরপর কল্পনায় গাছে ওঠা গরুও মারতে আসবে! আপাতত গরু অটোরিকশা চড়ছে, এটুকুই থাক।
ব্যাপারটি খুলে বললে, সম্প্রতি গরুসহ কয়েক ব্যক্তিকে সিএনজি চালিত অটোরিকশায় চড়তে দেখা যায়। দিব্যি মানুষের মতো যাত্রী হয়ে গন্তব্যে ফিরছে গরু।
দুর্লভ এ দৃশ্যটি চাঁদপুর জেলার জাফরাবাদ এলাকা থেকে ফ্রেমবন্দি করেন জাহিদ চৌধুরী। ছবিগুলো তিনি বাংলানিউজটোয়েন্টিফোর আয়োজিত ‘ফটো পাঠান বাংলানিউজে’ আয়োজনে পাঠিয়ে দেন।
ছবি নিয়ে শোনা যাক তার মুখেই, স্থানীয় একটি কোরবানির হাট থেকে গরু কিনে অটোরিকশা চড়ে বাড়ি ফিরছিলেন তারা। স্থানীয় মানুষজন দৃশ্যটি দেখে বেশ মজা পান।
একটু আগেই যেটা বলছিলাম, ‘ফটো পাঠান বাংলানিউজে’। হ্যাঁ, পাঠক আপনিও পাঠাতে পারেন ছবি। এরকম মজার সব ছবিসহ আপনার তোলা সেরা ছবিটি পাঠিয়ে দিন [email protected]এ। সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ছবির বিবরণ লিখে পাঠাতে ভুলবেন না!
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪