ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫

.... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।  

1_1_
গতি! চলন্ত গাড়ি থেকে হাতিরঝিল। ঢাকা থেকে শৈলী সামন্তীর তোলা ছবি।

2_2
শরতে সূর্যাস্ত। স্মার্টফোনে ঢাকার যাত্রাবাড়ী থেকে ত‍ুলেছেন মো. মশিউর রহমান।

3_3_
গ্রাম-গঞ্জে ফুলটি তারা ফুল নামে পরিচিত। শীতের কুয়াশাখাখা হলুদ ফুলে মধু সংগ্রহে ব্যস্ত ভ্রমর-ভ্রমরা। কুমিল্লার লাকসাম থেকে এ এস এম কামরুজ্জামান কাঞ্চন।

4_4
সিলেটের কুশিয়ারা নদীর বুকে সূর্যোদয়। সিলেট থেকে শিপার আহমেদের তোলা ছবি।

5_5

পাহাড়ঘেরা সবুজ শ্যামল নীল পানির দেশে নৌকা চলার অপূর্ব দৃশ্য। ছবিটি চট্টগ্রাম থেকে মো. রোকনুজ্জামান তুলেছেন কর্ণফুলী নদী থেকে।

6_6
সৈকতে এভাবে পড়ে থাকা রঙিন শামুকগুলো দেখতে সুন্দর লাগলেও প্রকৃতি থেকে ক্রমে হারিয়ে যাচ্ছে এরা। কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে ছবিটি তুলেছেন শাহ আলম মিন্টু।

7_7
বর্ষা শেষ। গ্রাম-গঞ্জে কমতে শুরু করেছে পানি। চলছে দেশি সুস্বাদু মাছ ধরার উৎসব। দীর্ঘ জাল নিয়ে একসঙ্গে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। সারা দিনে ধরা মাছ ভাগ হবে দিন শেষে। তারপর গিন্নির রান্নায় তাজা হবে পেট। মাগুরা থেকে আনোয়ার হোসেন শাহীনের তোলা ছবি।

8_8
গাছ ছাঁটাইয়ের মৌসুমে চা বাগান। সুনামগঞ্জ থেকে তুলেছেন হোসাইন আহম্মদ।

9_9
শ্রীমঙ্গলে ছায়াবৃক্ষের নীচে সবুজ চা বাগান। ছবিটি সুনামগঞ্জের মৌলী মজুমদারের তোলা।

10_10
দেশের সবচেয়ে বড় শুটকি পল্লী কক্সবাজারের নাজির টেকে চলছে সামুদ্রিক মাছ শুকানোর কাজ। কক্সবাজার থেকে মো. জসীম উদ্দীনের পাঠানো।

11_11
এই নারিকলে সুপারি গাছগুলো কি আকাশ ছোঁবে! সিলেটের নবীগঞ্জ থেকে বাবলুর তোলা।

12_12
শেষ বিকেলের আলো ছায়ার খেলা। স্মার্টফোনে তোলা ছবিটি মো. ইয়াসির আরাফাত ফয়সালের।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪


** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।