ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফিচার

৪০ হাজার চিঠি বিলি না করায় ডাকপিওন আটক

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ২৭, ২০১৪
৪০ হাজার চিঠি বিলি না করায় ডাকপিওন আটক ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ৪০ হাজার চিঠি জমিয়ে রাখার অভিযোগে এক ডাকপিওনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

ডাকপিওনের নাম জোসেফ ব্রুকাটো (৬৭)।

গত ১০ বছরে তিনি এই বিপুল সংখ্যক চিঠি প্রাপকের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হন বা দেন নি। এর মধ্যে ২০০৫ সালে পোস্ট করা চিঠিও পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানায়, চিঠিগুলো তার বাড়ি, পোস্ট অফিসের লকার ও তার গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। চিঠিগুলোর ওজন প্রায় এক টনেরও বেশি।

ব্রুকাটোকে বুধবার আটক করা হয়। আপাতত তিনি পুলিশ হেফাজতে থাকলেও, দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় নিউইয়র্ক পুলিশ।

এ বিষয়ে ব্রুকাটো কোনো মন্তব্য করেন নি। তবে তার আইনজীবী জানান, তার মক্কেল বিষণ্ণতায় ভুগছিলেন।   

জানা যায়, ব্রুকাটো ২০০১ সালে ডাকপিওন হিসেবে যোগ দেন। গত ১১ বছর ধরে তিনি চিঠি বিলি করার কাজে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।