ঢাকা: নাগরিক ইট-পাথরের বন্দিশালা থেকে আধুনিক মানুষ যেন বেরুতে পারলেই বাঁচে। একটু হাঁফ ছেড়ে বাঁচতে রোজ যেন খুঁজে মরছে সবুজের সন্ধান, একটু স্বস্তির নিশ্বাস।

একসময় মানুষ ছিল প্রকৃতির সান্নিধ্যেই। কালের বিবর্তনে আজকের এই নগর সভ্যতা। ইউরোপীয় পরিবেশ বিজ্ঞানীদের মত, মানুষকে আবার প্রকৃতির কাছেই ফিরতে হবে। ইতোমধ্যে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ‘ব্যাক টু দ্য নেচার’ অর্থাৎ প্রকৃতির কোলে ফেরার আন্দোলনও শুরু করে দিয়েছে।

ভাবুন তো, রোজকার কায়-ক্লেশ ছেড়ে আপনি মিশে গেছেন প্রকৃতির সজীবতায়। গাছের উপর আপনার একটি বাড়ি। খুব কাছ থেকে শুনছেন পাখির গান আর পাতাখসা শব্দ। কেমন হবে?

কী, মন এখুনি ছুটে যেতে চাইছে তা? বেশ, প্রকৃতির কোলে ফেরার তোড়জোড় শুরু করে দিন। তার আগে ছবিতে দেখে নিন গাছের উপরে আপনার বাড়িটি কেমন হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪