ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফিচার

শতবর্ষী ‘পেপার বিক্রেতা’!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, আগস্ট ২৫, ২০১৪
শতবর্ষী ‘পেপার বিক্রেতা’!

ঢাকা: ওয়াল্টার শার্পকে শুধুমাত্র একজন পেপার বিক্রেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়াটা অনুচিত হবে! কারণ তার বয়স শুনলেই তার প্রতি বেড়ে যাবে আপনার শ্রদ্ধা।

কী ধারণা আপনার, সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত একজন মানুষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে পেপার বিক্রি করা সম্ভব? ৫০, ৬০, ৭০?

জেনে নিন, ওয়াল্টার জীবনের ইনিংসে ছুঁয়েছেন জাদুকরি শতক! অর্থাৎ সম্প্রতি পা দিয়েছেন ১০০ বছরের সিঁড়িতে।

এ বয়সেও তিনি রোজ ভোর সাড়ে ৬টায় পেপার বিলি করতে বের হন! হতে পারে, তিনিই পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী ‘পেপার বিক্রেতা’।

১৯৭৯ সালে কাপড়ের ইস্ত্রি ঢালাইয়ের কারখানা থেকে অবসরের পর থেকে তিনি এ কাজ করছেন। তারপর থেকে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা যাই হোক কেন হোক, স্কটল্যান্ডের সেন্ট্রাল লল্যান্ডের ফালকির্ক শহরের বাড়ি বাড়ি তিনি পৌঁছে দেন পেপার।

বয়সকে হার মানানো এই বয়ঃজ্যেষ্ঠর মুখেই শোনা যাক, আমি এটা টাকার জন্য করি না। আমি শুধু একজন ভালো প্রতিবেশি হয়ে সবাইকে সাহায্য করতে চাই।

শুনলেন তো! এবার লিখে নিন তার একটি মহামূল্যবান কথা, ‘আপনি যদি হাঁটা চালিয়ে যান, আপনার জীবনও চলতে থাকবে’।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।