ঢাকা: পশুপ্রেমী সব মানুষের কাছেই কুকুর ছানা পরিবারের সদস্য থেকে কম কিছু নয়। তবে তাদের থাকা নিয়ে সমস্যায় পড়তে হয় হরহামেশাই।
বিভিন্ন আকৃতি ও ডিজাইনের ক্যাম্পারগুলো সহজেই বহনযোগ্য। কুকুর ছানাদের খাবার সুবিধা ও চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই ঘরগুলো ডিজাইন করা হয়েছে।

ক্যাম্পারগুলো প্রতিষ্ঠাতা কোম্পানি স্ট্রেইট লাইন ডিজাইনের স্বত্ত্বাধিকারী জাডসন বেয়ামন্ট বলেন, একদিন আমার মেয়ে আমাকে কুকুর ছানার জন্য ঘর তৈরি করে দিতে বললো। এরপর থেকেই এ ক্যাম্পার তৈরির ধারণা আমার মাথায় আসে।
ঘরগুলো কুকুরের জন্য তৈরি করা হলেও এতে সবধরণের প্রাণী থাকতে পারবে বলে জানান তিনি।

ঘরগুলোর জন্য আপনাকে গুনতে হবে ৮শ’ ডলার। তবে সাইজ ও ডিজাইনের ভিত্তিতে দামের ভিন্নতা রয়েছে।
যাইহোক নতুন এ উদ্ভাবন আপনার পাশাপাশি আপনার পোষা প্রিয় কুকুরকেও দেবে আরাম।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪