ঢাকা: ‘স্বর্গের সিঁড়ি’ বলে যে একটি ব্যাপার রয়েছে, তা খুঁজতে হলে মর্ত্যের এই পাঁচটি জায়গায় আপনাকে যেতেই হবে!
সবুজ শ্যামলিমা কিংবা মেঘের শীতল পরশ আপনাকে স্বর্গের দুর্লভ অনুভূতি দেবে ঠিকই, কিন্তু সিঁড়ি বেয়ে স্বর্গে পৌঁছুতে পারবেন কি-না সে বিষয়ে কথা দিতে পারছি না!
দেখে নিন মর্ত্যলোকে স্বর্গের পাঁচ সিঁড়ি।
ফ্লোরলি স্টেয়ার্স (লাইসেফজর্ড, নরওয়ে)
সবুজে মোড়ানো এ স্বর্গের সিঁড়িতে প্রায় চার হাজার ধাপ রয়েছে।
হাইকু স্টেয়ার্স (ওয়াহু, হাওয়াই)
পাহাড়ের গা বেয়ে খাঁড়া উপরের দিকে উঠতে বিপদ-আপদের ঝুঁকি তো খানিকটা থাকেই। তবে তা জয় করে হাওয়াইয়ের এ সিঁড়ির চার হাজার হাইকু ধাপ অতিক্রম করলে স্বর্গের দেখা না পেলেও, আকাশের একান্ত সান্নিধ্য নিশ্চয়ই পাবেন।

হিমেলস্ট্রেপ্পে (মরক্কো, আফ্রিকা)
স্বর্গের এ সিঁড়িটি এরফড শহরের কাছে সাহারা মরুভূমিতে অবস্থিত। যিনি বানিয়েছেন, তিনি অবশ্যই তার এই অভিনব ‘আকাশ সিঁড়ি’ শিল্পকর্মে দারুণ একটি ভ্রমণ উপহার দেবেন।

রটুন্ডা (মোস্টা, মাল্টা)
চার্চের এই স্বর্গ সিঁড়িকে তারা বলছেন, পবিত্রতার পথ। যত উঠবেন তত পাবেন পবিত্রতার আলিঙ্গন।

এসকালেরাস আল সিয়েলো (ইয়ুকাতান, মেক্সিকো)
সিঁড়িটি একদা অনুপ্রবেশকারী ও চোরদের ভয় দেখানোর জন্য বানানো হয়েছিল। সিঁড়িটিতে চড়া বেশ কঠিন, তাও আবার এখন ভঙ্গুর দশা। এরপরও নয়নাভিরাম এ সিঁড়িটি মন ভোলাবে আপনার।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪