ঢাকা: মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব আলোকচিত্র দিবস। দিবসটি উপলক্ষে দেশের স্বনামধণ্য আলোকচিত্র প্রতিষ্ঠান ‘কাউন্টার ফটো’র স্টুডেন্ট ফোরাম– ‘কালো’ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে।
কাউন্টার ফটো’র মিরপুর শাখায় দিনব্যাপী ‘ফটো-বুক শো’-এ অংশ নেন প্রায় শতাধিক আলোকচিত্রপ্রেমী। আয়োজনের দ্বিতীয় অংশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুন।

নাসির আলী মামুনের উপস্থিতিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভাতেও স্বতঃস্কূর্তভাবে অংশগ্রহণ করে উপস্থিত আলোকচিত্রপ্রেমীরা।
প্রয়াত আলোকচিত্রী ‘আবুল কাসেম ড্যাডি ও আমাদের বাস্তবতা’ শিরোনামে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোকচিত্রী নাসির আলী মামুন। বাংলাদেশের আলোকচিত্রের প্রকৃত ইতিহাস সংরক্ষণের উপর জোর দেন এই গুণী শিল্পী।

এছাড়া একই অনুষ্ঠানে ‘কালো’র সদস্য ও কাউন্টার ফটোর ছাত্র মোহাম্মদ শাহনেওয়াজ খানকে বিখ্যাত ‘ইয়ান পেরি বৃত্তি’র ‘ওনারেবল মেনশন’ বিভাগে জয়ী হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্টার ফটোর প্রিন্সিপাল ও আলোকচিত্রী সাইফুল হক অমি এবং প্রতিষ্ঠানের আজীবন সদস্য ও আলোকচিত্রী অ্যান্ড্রু বিরাজ।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট, ২০১৪