ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফিচার

সর্বকালের সেরা ১০ ‘ক্যাটস আই’ নারী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, আগস্ট ১৯, ২০১৪
সর্বকালের সেরা ১০ ‘ক্যাটস আই’ নারী

ঢাকা: কিছু ব্যাপার স্থান-কালের ঊর্ধ্বে, সব সময়ের! এখানে শুধু ‘পাত্রই’ প্রধান। যুগে যুগে এমন সব মোহময়ী নারী এসেছেন, যাদের সৌন্দর্যে গোটা দুনিয়া মাত হয়েছে।



সৌন্দর্যপিপাসুরা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন তাদের শ্রেষ্ঠত্ব। তাদের ভুবন ভোলানো চেখের মায়ায় হারাম হয়েছে লাখো ভক্তের রাতের ঘুম! আজ এমনি সর্বকালের সেরা দশ ‘বিড়ালচোখী’ নারী নিয়ে আয়োজন।

তারা কারা? যাদের চোখের জাদু সময় ছাপিয়ে আজও সমান ঝড় তোলে! আধুনিক ভাষায় নয়নাভিরাম এই নয়নকে বলে ‘ক্যাটস আই’।

নিচে ‘ম্যারি ক্লেয়ার’র বরাতে দেওয়া হলো সর্বকালের সেরা দশ ‘ক্যাটস আই’। সময় নষ্ট ‍না করে বরং চটজলদি দেখে নেওয়া যাক।   


                                                                         মেরিলিন মনরো (১৯৫৩)


                                                                         অড্রে হেপবার্ন (১৯৫৫)

                                                                          সোফিয়া লরেন (১৯৫৮)

                                                                  ক্যাথেরিন ডেনেয়্যুভ (১৯৬১)

                                                                         জ্যঁ শ্রিম্পটন (১৯৬১)

                                                                     এলিজাবেথ টেইলর (১৯৬৩)


                                                                 ব্রিজিত্তে বারডট (১৯৬৩)


                                                                  প্রিসিলা প্রিসলি (১৯৬৮)

                                                                        নিনা সিমন (১৯৬৫)


                                                                      ফ্রানচয়েজ হার্ডি (১৯৬৫)


বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।