প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: [email protected]
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ২৭/০৭/২০১৪

ভুল সময় ভুল মন্তব্য করলে বাড়িতে ও কর্মক্ষেত্র দুই জায়গায়ই সমস্যা তৈরি হতে পারে। কোনো ঘটনায় মানসিকভাবে অস্থির হয়ে উঠতে হতে পারেন। পরিবারের সাহায্যে সমস্যার মুক্তি হবে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে।
টোটকা: কাজের টেবিলে একটি রুপোর কয়েন রাখুন।

ব্যক্তিগত কোনো ঘটনা ডেকে আনবে ব্যবসায়িক সমস্যা। এর ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। রাশিচক্র প্রতিকূল থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমযোগ থাকলেও দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কোনো আত্মীয়ের মাধ্যমে ব্যবসার জটিল পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পরিবেশ অনুকূল থাকার ফলে ব্যবসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর আসতে পারে।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্মক্ষেত্রে সফলতার যোগ আছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। সন্তানের বিদেশ থেকে ফেরার খবর আসতে পারে। আধ্যাত্মিক চিন্তা জীবনকে নতুন দিশা দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমের যোগ নেই।
টোটকা: লবণ, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

আপনার মত পরিবর্তন করার প্রলোভন আসতে পারে। কর্মক্ষেত্রে সফলতা ও ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে চিন্তা-ভাবনা করে দরকার মতো কারো সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। পারিবারিক যোগাযোগ শুভ। ভ্রমণের যোগ আছে।
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

হয়ে যাওয়া কাজেও শেষভাগ নিয়ে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে আরও বেশ কিছু সমস্যার যোগ আছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। প্রেমযোগ ক্ষীণ। তবে কাজের পরিবেশ প্রতিকূল থাকলেও পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

পরিবেশ অনুকূল থাকায় কাজ ভণ্ডুল হয়ে যেতে বসেও ভাগ্য সমাধানের রাস্তা দেখাতে পারে। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমযোগ আছে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কর্মক্ষেত্রে সহকর্মীদের ভাগ্যে শুভফল লাভ হতে পারে। কাজে সফলতার যোগ থাকলেও এ নিয়ে বিশেষ কোনো পক্ষ থেকে বাধা দেখা দিতে পারে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় শুভযোগ আছে। ভ্রমণের যোগ পরিলক্ষিত হচ্ছে।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে। এর ফলে শত্রু বাড়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক সমস্যার বৃদ্ধি। আত্মীয়দের মধ্যে অবহেলার শিকার হতে পারেন। বন্ধুদের সঙ্গে প্রেম নিয়ে কোনো সিদ্ধান্তের ফলে মনোমালিন্য দেখা দিতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

ব্যবসায় সফলতা পাওয়ার আশা। পড়ুয়াদের পড়াশুনার কারণে বিদেশ ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে। নতুন চাকরির খবর আসতে পারে। সামাজিক সম্মান ও উপহার লাভের যোগ আছে। পরিবারে খুশির খবর আসতে পারে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

অন্য কারো সাহায্য নিতে চাইলে আপনার কাজ আরও জটিল হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগ প্রতিকূল। প্রতিশ্রুতি দিয়ে বিশেষ কেউ কথা রাখবে না। ব্যবসায় রোজগার বাড়বে। পারিবারিক সমস্যার বাড়তে পারে।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে। বাবার শরীর নিয়ে উদ্বেগ, চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের কোনো অবাঞ্ছিত সমস্যা মানসিক অবসাদ তৈরি করতে পারে। বিভিন্নভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমন ভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪