ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

‘সবুজ ও পরিচ্ছন্ন’ খুলনা গড়তে একসঙ্গে কাজ করবে কেসিসি-জিআইজেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
‘সবুজ ও পরিচ্ছন্ন’ খুলনা গড়তে একসঙ্গে কাজ করবে কেসিসি-জিআইজেড

খুলনা: সবুজ ও পরিচ্ছন্ন’ খুলনা শহর গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ঘোষণা করেছে খুলনা সিটি করপোরেশন ও জার্মান মিনিস্ট্রি ফর ইকোনমি কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট–জিআইজেড। এ উপলক্ষে সোমবার (৩১অক্টোবর) সকালে নগরীর পাবলিক হলের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, ফটোগ্রাফি ও পোস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

একটি টেকসই খুলনা শহর গড়ে তোলার জন্য তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এই কাজে তাদেরকে উৎসাহিত করাই ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, জার্মান মিনিস্ট্রি ফর ইকোনমি কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ড. বারবেল কফলার ও ঢাকাস্থ জার্মান দুতাবাসের কমকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
আরএমএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।