ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে চা বাগান থেকে বার্মিজ পাইথন উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ৬, ২০২১
শ্রীমঙ্গলে চা বাগান থেকে বার্মিজ পাইথন উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের খাইছড়া এলাকা থেকে একটি অজগর সাপ (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।  

শনিবার (৫ জুন) দিনগত রাত ১১টার দিকে সাপটি উদ্ধার করা হয়।

 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, খাইছড়া চা বাগানে রাতে বিচরণের সময় সাপটি এলাকাবাসীর নজরে আসে। উপস্থিত কেউ কেউ ভয়ে আতঙ্কিত হয়ে সাপটিকে প্রাণে মারতে চায়। এমন পরিস্থিতির খবর পেয়ে তিনি গিয়ে সাপটি উদ্ধার করেন। সাপটি লম্বায় প্রায় ৯ ফুট ও ওজন ১১ কেজি।  

রোববার (৬ জুন) অজগরটি লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।   

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) সূত্র জানায়, অজগর সাপের ইংরেজি নাম Burmese Python ও বৈজ্ঞানিক নাম Python molurus। এরা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম ও ভারী সরীসৃপ প্রাণী। এরা মূলত নিশাচর। তবে দিনের বেলায়ও নির্জন স্যাঁতস্যাঁতে জায়গায় হঠাৎ দেখা যায়। অজগর সাপ পুরোপুরি নির্বিষ বা বিষমুক্ত প্রজাতির প্রাণী।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।