ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সেন্ট মার্টিনে বন্ধ্যা করা হলো বেওয়ারিশ ৬০১ কুকুর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, মে ১০, ২০২৫
সেন্ট মার্টিনে বন্ধ্যা করা হলো বেওয়ারিশ ৬০১ কুকুর

ঢাকা: সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও বিপন্ন কাছিম রক্ষায় বেওয়ারিশ তিন হাজার কুকুরকে বন্ধ্যাকরণের কর্মসূচি হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে ৬০১ কুকুরকে বন্ধ্যা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বন্ধ্যাকরণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউভিএস)। কুকুর বন্ধ্যাকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ‘অভয়ারণ্য’। ২০১২ সাল থেকে রাজধানীতে কুকুর বন্ধ্যাকরণের কাজে যুক্ত রয়েছে অভয়ারণ্য।

গত ২০ এপ্রিল কুকুরকে বন্ধ্যাকরণের কর্মসূচি শুরু হয়েছিল। এরপর টানা ১৬ দিনে দ্বীপের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া, বাজারপাড়া, পশ্চিমপাড়ার ৬০১টি কুকুরকে বন্ধ্যা করা হয়। বন্ধ্যা এসব কুকুর সুস্থ রয়েছে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্বীপে সাত হাজারের বেশি কুকুর রয়েছে। বেওয়ারিশ কুকুরের কারণে সৈকতে ডিম পাড়তে পারছিল না গভীর সমুদ্র থেকে আসা কাছিম। কুকুরের কারণে ব্যাঙ, সাপ, পাখিসহ জীববৈচিত্র্য রক্ষা করা যাচ্ছিল না। এ কারণে দ্বীপে কুকুরের সংখ্যা কমানোর পদক্ষেপ নেওয়া হয়। প্রথমধাপে দ্বীপের ৬০১টি কুকুর বন্ধ্যাকরণের আওতায় আনা হয়। বর্তমানে বঙ্গোপসাগর উত্তাল থাকায় এ কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে। সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী নভেম্বর মাসে জাহাজ চলাচল শুরু হলে তখন কুকুরের বন্ধ্যাকরণ ফের শুরু হবে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মো. জমির উদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন, ২৭ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে এক হাজার কুকুরকে বন্ধ্যাকরণের আওতায় আনা হবে। বন্ধ্যাকরণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ডওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউভিএস)। ’ কুকুর বন্ধ্যাকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা-‘অভয়ারণ্য’।  ২০১২ সাল থেকে তারা রাজধানীতে কুকুর বন্ধ্যাকরণের কাজে যুক্ত রয়েছে অভয়ারণ্য।

এ বিষয়ে অভয়ারণ্যের চেয়ারম্যান রুবাইয়া আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রথম ধাপে এক হাজার কুকুরকে বন্ধ্যাকরণ করব। এরপর আরও কয়েক ধাপে দুই হাজার কুকুরকে বন্ধ্যাকরণ করা হবে। এর সঙ্গে কুকুর লালন–পালন, সরকারি আইন এবং বন্ধ্যাকরণ বিষয়ে স্থানীয় লোকজনকে সচেতন করা হবে। ’

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।