ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

পালানো নীলগাইটি ফের বঙ্গবন্ধু সাফারি পার্কে  

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ১১, ২০২১
পালানো নীলগাইটি ফের বঙ্গবন্ধু সাফারি পার্কে  

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে পালিয়ে যাওয়া নীলগাইটি উদ্ধারের পর আবার পার্কে ছেড়ে দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১১ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়।

তিন মাস আগে নীলগাইটি পার্ক থেকে পালিয়ে যায়।  

সোমবার (১০ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে উদ্ধার করা হয় ওই নীলগাইটি।  

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, নীলগাইটি পার্কে ছেড়ে দেওয়া হয়েছে। পার্কের ডিয়ার সাফারি বেষ্টনীতে দু’টি নীলগাই ছিল। বেষ্টনীটি হরিণের জন্য উপযোগী থাকলেও নীলগাইর উপযোগী করে তৈরি ছিল না। গত ১৯ ফেব্রয়ারি পার্কের পাশে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়ে বেষ্টনী ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল নীলগাইটি। পরে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান মিলছিল না। বর্তমানে ওই বেষ্টনী আরো উঁচু করা হচ্ছে।  

**বঙ্গবন্ধু সাফারি পার্কের সেই নীলগাই মধুপুর থেকে উদ্ধার
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ১১, ২০২১
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।