ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাতিসহ বন্যপ্রাণীর তথ্য দেবে ‘স্মার্ট প্যাট্রোলিং’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুন ১৫, ২০২০
হাতিসহ বন্যপ্রাণীর তথ্য দেবে ‘স্মার্ট প্যাট্রোলিং’

রাঙামাটি:  হাতিসহ অন্য বন্যপ্রাণী এবং বনের সার্বিক বিষয়ে অতিসহজে তথ্য দেবে ‘স্মার্ট প্যাট্রোলিং’। বিশেষ করে হাতির গতিবিধি এবং অবস্থান শনাক্তে এ স্মার্ট প্যাট্রোলিং সাহায্য করবে। 

সোমবার (১৫ জুন) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই জাতীয় উদ্যানের বনফুল রেস্ট হাউজে অনুষ্ঠিত স্মার্ট পেট্রোলিং বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আয়োজন করে।

রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটওয়ারী প্রধান অতিথি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।  

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা রেঞ্জ কর্মকর্তা মাহাবুব-উল-আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ আহমেদ রাসেল, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান।  

কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন- ‘চাইনিজ একাডেমি অব সাইন্স’র বন্যপ্রাণী অপরাধ বিশেষজ্ঞ ড. নাছির উদ্দিন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাপ্তাই রেঞ্জের সি এম সির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল।  

কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন ১৫ জন বিট কর্মকর্তা ও সহকারী বিট কর্মকর্তারা অংশ নেন।  

** সুন্দরবন রক্ষায় সফল ‘অপ্রতিরোধ্য স্মার্ট পেট্রোলিং’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।