ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রতিবেশীর নামে মামলা করলেন সালমান খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, জানুয়ারি ১৬, ২০২২
প্রতিবেশীর নামে মামলা করলেন সালমান খান সালমান খান

প্রতিবেশীর নামে মামলা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী কেতন কক্করের নামে মামলায় দায়ের করেছেন ভাইজান।

সামাজিকমাধ্যমে সালমানের নামে মানহানিকর বক্তব্য দিয়েছেন কেতন। আর এতেই তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ এই অভিনেতা।  

কেতনের বিরুদ্ধে সালমানের আইনজীবীর অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে এবং সামাজিকমাধ্যমে অভিনেতাকে নিয়ে নানা অবমাননাকর কথা বলেছেন। সালমানের মানহানি করার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  ।  

সালমানের পানভেলের ফার্ম হাউজের কাছের একটি জমির মালিক কেতন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতার নামে মানহানিকর কথা বলেন তিনি। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন এই বলিউড অভিনেতার আইনজীবী।  

অন্যদিকে কেতনের আইনজীবীদের সময় দিয়ে মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।