ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

করোনা পজিটিভ শাওন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, জুলাই ৩০, ২০২১
করোনা পজিটিভ শাওন

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন করোনা আক্রান্ত। শুক্রবার সকালে ফেসবুকে একটি মাত্র শব্দ লেখেন শাওন।

 

তার সেই একটি শব্দেই শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী, বন্ধু ও স্বজনেরা। এটাও সত্য যে, সেখানে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি।

তাহলে বিষয়টি এবার পরিষ্কার করা যাক। ফেসবুকে ‘পজিটিভ’ লেখেন শাওন। তাই করোনার এ সময়ে মোটামুটি সবাই ধরে নিয়েছেন শাওন ভাইরাসটিতে আক্রান্ত এবং সেটাই স্বাভাবিক।

বিষয়টি পরিষ্কার হতে যোগাযোগ করা হল শাওন জানান, তার করোনা পজিটিভ। উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠাণ্ডা রয়েছে। বাসায় রয়েছেন, দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চান তিনি।  


বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।