ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সালমানের জন্য বিশেষ নিরাপত্তা বলয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, সেপ্টেম্বর ১০, ২০২৫
সালমানের জন্য বিশেষ নিরাপত্তা বলয়!

‘বিগ বস’র ঘরে বাড়ানো হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা। বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন ভাইজান, আর এ কারণেই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে ভাইজানের জন্য।

শুধু তাই নয়, বন্ধ করা হয়েছে ‘বিগ বস’র ঘরে ভক্তদের সঙ্গে সালমানের দেখা করার সুবিধাও।

শোনা যাচ্ছে, ‘বিগ বস’র প্রযোজনা সংস্থার পক্ষে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, গত আড়াই বছরে সালমান খানের ওপর যেভাবে প্রাণনাশের হুমকি এসেছে তাতে আমরা তার নিরাপত্তা বাড়াতে তৎপর হয়েছি।  

তারা আরও জানায়, এখন ভক্তদের সঙ্গে সালমানের সরাসরি দেখা করার সুবিধাও বন্ধ করেছি। শোয়ে আসা সবার সঙ্গে ও শুটিং ফ্লোরের সবার প্রতিও নজরদারি রাখা হচ্ছে। আমরা সালমানের নিরাপত্তায় কোনও আপোস করতে চাই না।

উল্লেখ্য, গত বছর থেকে নিজের নিরাপত্তা আরও জোরদার করতেই বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন ভাইজান। নিরাপত্তা বলয়ের মাঝেই যে কোনও জায়গাতে যান তিনি। এবার সালমানের সেই নিরাপত্তা বাড়ল ‘বিগ বস’ ১৯ এর ঘরে।  

গেল আগস্ট মাস থেকে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ‘বিগ বস’ সিজন ১৯ এর পথ চলা। প্রতি সজনের মতো এবারেও সঞ্চালকের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক সুপারস্টারকে সালমানকে। শুধু তাই নয়, কয়েক সপ্তাহে জমে উঠেছে তার এই শো।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।