ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

‘পাঞ্চ’ সিনেমার গানে কণ্ঠ দিলেন নন্দিতা-ঋতুরাজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
‘পাঞ্চ’ সিনেমার গানে কণ্ঠ দিলেন নন্দিতা-ঋতুরাজ

কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমার সংগীত পরিচালনা করছেন নকীব খান। গত সেপ্টেম্বরে ‘এখনো অলস রাত বাকি’ শিরোনামের একটি গানে তার সুরে কণ্ঠ দেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

 

সম্প্রতি সিনেমাটির আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নন্দিতা এবং ঋতুরাজ। ‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে/ তুমি ভালোবাসি বললে চারিদিক হয় ঝলমলে’-কথার এই রোম্যান্টিক গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী।  

পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা।  

গানটি প্রসঙ্গে পরিচালক কৌশিক শংকর দাশ বাংলানিউজকে বলেন, ‘আমি নবীন-প্রবীণদের একটা মিশ্রণ ঘটাতে চাইছি। এর আগে নকীব ভাই নন্দিতা এবং ঋতুরাজকে নিয়ে কাজ করেননি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। ’

তিনি আরও জানান, আগামী মার্চের মাঝামাঝি থেকে আবারও ‘পাঞ্চ’র শুটিং শুরু করবেন। গত বছর মার্চে ৮ দিন শুটিং করার পর করোনা মহামারির কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে ‘পাঞ্চ’র সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও মোমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।