ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

মিরপুরে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
মিরপুরে কাদেরের প্রথম জানাজা  সম্পন্ন কাদেরের মরদেহ নেওয়া হচ্ছে শিল্পকলা একাডেমিতে

বরেণ্য অভিনেতা আবদুল কাদেরের প্রথম জানাজা রাজধানীর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) কাদেরের বাসা সংলগ্ন মসজিদটিতে বাদ যোহর জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা শেষে কাদেরের মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থান নেওয়া হবে।

ক্যান্সারের সঙ্গে লড়াই করে পারলেন না বরেণ্য অভিনেতা আব্দুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

কিংবদন্তি অভিনেতা আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। এছাড়া তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

আরও পড়ুন:

>> একজন আব্দুল কাদের এবং তার কমর্ময় জীবনের যত দ্যুতি

>> শিল্পকলায় শ্রদ্ধা জানানো হবে কাদেরকে

>> দাদার মরদেহের অপেক্ষায় ছোট্ট লুবাবা

>> বনানী কবরস্থানে চিরশায়িত হবেন ‘বদি’

>> দাদা বলেছেন সিঙ্গার হবা: কাদেরের নাতনি লুবাবা

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।