ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘আশিকি’খ্যাত বলিউড অভিনেতা রাহুল রায় আইসিইউতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
‘আশিকি’খ্যাত বলিউড অভিনেতা রাহুল রায় আইসিইউতে রাহুল রায়

বলিউডের অন্যতম ব্লকবাস্টার রোম্যান্টিক সিনেমা ‘আশিকি’র অভিনেতা ও ‘বিগ বস ১’ বিজয়ী রাহুল রায়ের ব্রেন স্ট্রোক হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার (২৮ নভেম্বর) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

রাহুল রায়ের ভাই রোমীর সেন বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাহুল ‘কার্গিল’ সিনেমার শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিলে জানা যায় তার ব্রেন স্ট্রোক হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা ভালোর দিকে।

হাসপাতালে নেওয়ার পর ৫২ বছর বয়সী এই অভিনেতার করোনা টেস্ট করা হয়। তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’র মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাহুলের। এতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এছাড়া এই তারকা ‘পেয়ার কা সাইয়া’, ‘জানাম’, ‘স্বপ্নে সাজান কে’ ও ‘জুনুন’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। রাহুল জনপ্রিয় টেলিভিশন শো বিগ বসের প্রথম সিজনের বিজয়ী।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।